বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

হেফাজত কর্মী হত্যা মামলার আসামি নিয়াজউদ্দিন আহমেদকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে হেফাজত কর্মী হত্যা মামলার আসামি নিয়াজউদ্দিন আহমেদকে (৫৫) ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। শনিবার (১ মার্চ) দুপুরে বন্দর উপজেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। তবে, তার বিরুদ্ধে মামলাটি সোনারগাঁ থানায় থাকায় তাকে ওই থানায় নিয়ে যাওয়ার কথা জানান বন্দর থানা পুলিশ। পরে তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিকেলে বলেন, স্থানীয় কিছু লোকজন তাকে ধরে থানায় নিয়ে আসে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যদিও, এর আগে গত ২০ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ইসদাইরের ওসমানী স্টেডিয়াম এলাকা থেকে নিয়াজ উদ্দিনকে হেফাজতে নেয় ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন বিএনপি নেতার সুপারিশে তাকে ছেড়ে দেয় পুলিশ।

যদিও ওইদিন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, “নিয়াজ উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের থানাতেও মামলা আছে। উনি আজ আমাদের রেঞ্জে ছিল। কিন্তু তাকে হেফাজতে নেওয়া হয়নি। আমরা তাকে অবজারভেশনে রাখছি, তাকে হেফাজতে নেইনি। যাচাই-বাছাই না করে যাকে-তাকে গ্রেপ্তারের বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে।”

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ এপ্রিল এক নারীসহ সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তাকে অবরুদ্ধ করেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হেফাজত কর্মী ইকবাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইকবালের মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন আরেক হেফাজত কর্মী শাহজাহান শিবলী। ওই মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, তৎকালীন জেলা পুলিশ সুপারসহ ১২৮ জনকে আসামি করা হয়। মামলার ২৯ নম্বর আসামি নিয়াজ উদ্দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, নিয়াজ উদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠজন। তিনি শামীম ওসমানের বন্ধু টিপুর শ্যালক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..