নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়ক থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
NARAYANGANJ TALASH 24
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তা কিভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “আমরা চাষাঢ়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। পরিচয় নিশ্চিত হলে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...