বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

  •  
    বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
    আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি
    নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) বিকেলে আড়াইহাজারের কল্যাণদী ইউনিয়নের মাহমুদপুর থেকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

জানা যায়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় খালের পাড়ে জঙ্গলের ভেতর পরিত্যাক্ত অবস্থায় দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে অবগত করে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলবার, ১ রাউন্ড ৩০৩ বন্দুকের গুলি উদ্ধার করে।

গুলি ও অস্ত্রগুলো পুলিশের কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে কাজ করছে বলে জানান আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..