সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে পাভেল কে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বরিশাল জেলার কাশীপুর এলাকায় র‍্যাব-১১ ও র‍্যাব-৮ বরিশাল এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। শনিবার (১৯ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অপস অফিসার মো. গোলাম মোর্শেদ।

আটককৃত যুবকের নাম মায়সার আহমেদ বাবু (২৯)। সে নারায়ণগঞ্জের কাশীপুর মধ্যমপাড়ার বাসিন্দা ও মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।

পারিবারিক বরাতে র‌্যাব জানায়, ৩০ মার্চ রোববার ইফতারের পর চুল কাটাতে বাসা থেকে বের হন পাভেল। রাত ১০টার দিকে তার বড় ভাই রুবেলের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসলেও কেউ কথা বলেনি। পরদিন ভোর ৬টার দিকে পাভেলের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রাস্তার পাশে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই র‍্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করে। পরবর্তীতে র‍্যাব-১১ এবং র‍্যাব-৮ বরিশাল এর যৌথ অভিযানে বরিশাল জেলার কাশীপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মায়সার আহমেদ বাবু (২৯) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এ নিয়ে এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মায়সার আহমেদ বাবুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..