মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

ফারাজ করিম চৌধুরী ও তার ছোট ভাই ফারহান করিম চৌধুরীর..অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৩২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

  1. সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ফারাজ করিম চৌধুরী ও তার ছোট ভাই ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর এই দুই ছেলের কাছে ইতোমধ্যে একাধিকবার সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হলেও তারা কোনো জবাব দেননি।

শেষ পর্যন্ত আত্মগোপনে থাকা এই দুই ভাইয়ের রাউজানের গহিরার পৈতৃক বাড়ির দরজায় গত বুধবার (২৩ জুলাই) নোটিশ ঝুলিয়ে আসে দুদক কর্মকর্তারা। সঙ্গে ছিলেন রাউজান থানা-পুলিশের একটি টিম।

দুদকের দেওয়া পৃথক দুই নোটিশে বলা হয়েছে, ২১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ফরমে তাদের ও তাদের ওপর নির্ভরশীলদের সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা ও আয়ের উৎসের হিসাব জমা দিতে হবে। ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..