বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২শ’ জন করা হয়েছে’

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

পাঠিয়ে দিচ্ছি।” তিনি ভারতের পুশইন প্রক্রিয়াকে নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, “আমরা ভারতকে বলেছি আমাদের কোনো নাগরিক যদি ওইখানে থেকে থাকে তাহলে একটা নিয়মের মাধ্যমে পাঠিয়ে দিতে। যেমনটা আমরা ভারতীয়দের নিয়মের মধ্যে পাঠিয়ে থাকি। কিন্তু তারা নিয়মের মাধ্যমে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায় এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিবাদে কিছুটা কাজও হচ্ছে এবং পুশ-ইনের সংখ্যাটা কমে আসছে।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ নেই। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। আপনাদের (রাজনৈতিক দলের) কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। এজন্য রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব যাতে তারা বিরোধ তৈরি না করে।”

এছাড়াও, মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনার বিষয়ে উপদেষ্টা জানান, “এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ফোনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কেউ যদি এই ঘটনায় অবহেলা করে থাকে তাকেও শাস্তির আওতায় আনা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জনাব এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজিপি ও মহাপরিচালক (ডিজি), র‌্যাব; জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ; জনাব প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্); জনাব ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক ও ডিবি); জনাব মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, র‌্যাব-১১ ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) এডি. ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ অধিনায়ক মেজর অনাবিল ইমাম, অপস অফিস সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ সহ বিভিন্ন কর্মকর্তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..