বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

৬ মাসে হত্যাকান্ডই ঘটেছে ৪০টি

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ২৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

  1. নারায়ণগঞ্জে অপরাধ প্রবণতা বেড়েই চলছে। গত ৬ মাসে হত্যাকান্ডই ঘটেছে ৪০টি। এরমধ্যে তিনটি নৃসংশ হত্যাকান্ড ঘটেছে। ওই তিনজনকে হত্যার পর লাশ খন্ড বিখন্ড করে বস্তায় ভরে ইটের সুরকির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল।

চুরি-ডাকাতি, ছিণতাইয়ের পাশাপাশি একের পর এক হত্যাকান্ডের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। আইনশৃংখলাবাহিনীর সক্রীয় তৎপরতার ঘাটতির কারণে অপরাধ প্রবণতা বেড়ে চলছে বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা।

তবে প্রশাসন বলছেন, অপরাধীদের গ্রেপ্তার করতে বিভিন্ন থানা এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর রয়েছি।


পুলিশ ও ভিকটিম পরিবারের সূত্র মতে, গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৯ জুন পর্যন্ত রাজধানী লঘোয়া এই জেলায় ৩৮ জন খুনের শিকার হয়েছে।


এরমধ্যে ২১ জুন রাতে বন্দরের শাহি মসজিদ এলাকায় নাসিকের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা ও হান্নান সরকারের মধ্যে অটো স্ট্যান্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ও গণপিটুনীতে কুদ্দুস মিয়া (৬০) ও মেহেদী (২৫) নামে দুইজন নিহত হয়েছে।

গত ১৯ জুন রাত ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া ছোট সাদিপুর এলাকার একটি ঝোপের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ১৭ জুন দুপুরে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকার সড়কের পাশের ড্রেন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৬ জুন ভোররাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে অজ্ঞাত এক ডাকাত (৩৩) নিহত হয়েছে।

মাদক ব্যবসার পাওনা টাকা না পেয়ে ১৪ জুন বাসা থেকে ডেকে নিয়ে স্বপন মোল্লা (৩৫)কে ফতুল্লার উত্তর নরসিংপুর চিতাখোলার পাশে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত স্বপন মোল্লা সদর উপজেলার গোপচর এলাকার মৃত সাহাদ আলী মোল্লার ছেলে।

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ১২ জুন দুপুরে সাদীপুর বড়িবাড়ী এলাকার এশিয়ান হাইওয়ের রাস্তার পাশ থেকে ব্যবসায়ি সবুজ মিয়ার (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সবুজ মিয়া আড়াইহাজারের কাইমপুর এলাকার নুর মোহাম্মদ মিয়ার ছেলে।


গত ১০ জুন রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জনতার উপর জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবুর এলোপাতাড়ি গুলিতে প্রাণ যায় সিলিন্ডার ব্যবসায়ী মামুনের।

৩ জুন বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া ভান্ডারীপুর এলাকায় একটি বন্ধ দোকানের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটো রিকশা চালক দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নৃসংশভাবে তাকে হত্যার পর লাশ দোকানের ভেতর রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে ঘাতকরা পালিয়ে যায়। নিহত দেলোয়ার চাঁদপুরের উত্তর মতলব ফরাজীকান্দি বড় হলুদিয়ার মো: মোহন বেপারীর ছেলে।

গত ২৩ মে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুণ্ডা আব্দুল্লাহ খান রায়হান পায়েল (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধলকুন্ডা এলাকার মো. শামীম খানের ছেলে।

গত ২০ মে বন্দরের দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ মেয়ের হাতেই পিটুনি খেয়ে মারা যান বৃদ্ধ নাসির উদ্দিন দাদন (৬৫)। একইদিন রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা মো: কালাম (৪৮) মারা যান। নিহত মো. কালাম উপজেলার পাড়াগাঁও এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

গত ১৯ মে ফতুল্লার রেলস্টেশন এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী লাকি আক্তার (২৬)কে শ্বাসরোধে হত্যা করে স্বামী। সে পটুয়াখালী জেলার বাউফল থানার শ্বানেম্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।

গত ১৪ মে নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় সিটি পার্কের গেইটের সামনে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে প্রাণ হারান শাহাদাত (২৫) নামের এক যুবক। তিনি নতুন জিমখানা এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন মিয়ার ছেলে। গত ১ মে ফতুল্লায় পশ্চিম শিয়াচর নুর মসজিদের সামনের ড্রেন থেকে এক মিশুক চালক আমিনুল ইসলামের (৫৮) লাশ উদ্ধার করে পুলিশ। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এনায়েত নগরের হাজী কাদির বেপারীর বাড়ির ভাড়াটিয়া।

গত ৩০ এপ্রিল বন্দরের দক্ষিণ বারপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে রহিম (২৩) নামে এক যুবক নিহত হয়। সে বন্দরের মুছাপুর ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকার বাসিন্দা। গত ২৩ এপ্রিল আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঝগড়ার এক পর্যায়ে গৃহবধূ সুলেখা আক্তার (৪৫)কে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী। নিহত সুলেখা আক্তার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।


গত ১১ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় পুকুরের পাড় থেকে গৃহবধূ লামিয়া (২২), তার আড়াই বছরের

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..