সোমবার, ১৯ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৩২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন


প্রচ্ছদ
এক্সক্লুসিভ
সৌরভ হোসেন সিয়াম (প্রেস নারায়ণগঞ্

ঈদের ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে সিলেটে শ্বশুরবাড়ি যাবেন একটি পোশাক কারখানার কর্মী আশিক চৌধুরী৷ থাকেন নারায়ণগঞ্জের মদনপুরে৷ সেখান থেকে সাইনবোর্ড এসেছেন বাসের টিকেট কাটতে৷ তবে, নিয়মিত ভাড়ার তুলনায় ২০০ টাকা বেশি পরিশোধ করতে হয়েছে তাকে৷

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে কথা হয় আশিকের সাথে৷ কারখানায় অর্ধবেলা কাজ শেষে ছুটি পেয়ে রওয়ানা হয়েছেন তিনি৷

আশিক বলেন, “হানিফ পরিবহনের দু’টি টিকেট কিনেছি৷ রেগুলার ভাড়া ৬০০ টাকা হলেও ভাড়া নিছেন ৭০০ টাকা করে৷ আবার ১০০ টাকা ঈদ-বোনাস হিসেবেও চেয়ে নিয়েছেন কাউন্টারের লোকজন৷”

ভাড়া বেশি নিলেও তেমন ‘আক্ষেপ’ নেই জানিয়ে এ পোশাক কর্মী বলেন, “নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারলেই হলো৷”

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেন শিমরাইল যাত্রী ছাউনিতে বাসের অপেক্ষায় থাকা কাজল ও আসমা বেগম নামে আরও দুই নারী পোশাক শ্রমিক৷

আসমা থাকেন নারায়ণগঞ্জের চৌধুরীগাঁও এলাকায়৷ যাবেন গ্রামের বাড়ি হাজীগঞ্জে৷ নামবেন হাজীগঞ্জ শহরের পরের স্টপেজে৷ মা ও শিশু ছেলেকে গত শুক্রবারই পাঠিয়ে দিয়েছেন৷ ছুটি পেয়ে আজ নিজে রওয়ানা হয়েছেন৷

আসমা বলেন, “আমার কাছ থেকে ৪০০ টাকা ভাড়া নিছে৷ কিন্তু গত সপ্তাহে মাকে পাঠিয়েছি ২৮০ টাকা ভাড়ায়৷ ঈদে সবসময়ই বেশি ভাড়া দিতে হয়৷ সরকারও এডি থামাইতে পারে না৷”

যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে যাত্রীর চাপ বেড়েছে৷ যদিও অন্যান্য ঈদের তুলনায় এবার যাত্রীর চাপ কম বলে দাবি করছেন পরিবহনগুলোর কাউন্টারে থাকা টিকেট বিক্রেতারা৷

তবে, যাত্রীদের অনেকেই বলছেন, যাত্রীর চাপ থাকায় বাসে প্রত্যাশিত আসন মিলছে না৷ কেননা রাজধানীর প্রধান কাউন্টারগুলো থেকেই লোকজন টিকেট কাটছেন বেশি৷ ফলে পরের কাউন্টারগুলোতে প্রত্যাশিত আসন পাচ্ছেন না৷ অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ তাদের৷

যদিও অতিরিক্ত ভাড়ার অভিযোগ অস্বীকার করছেন পরিবহনের সংশ্লিষ্টরা৷ তারা বলছেন, নিয়মিত ভাড়াই আদায় করছেন না৷ এমনকি আশানুরূপ যাত্রীও পাচ্ছেন না বলে দাবি তাদের৷

ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের কাউন্টারে থাকা শাহ আলম বলেন, “ভাড়া বাড়ানো হয়নি৷ বরং ২০ থেকে ৫০ টাকা কমও নিচ্ছি৷ কারণ, শুক্রবার যাত্রীর যে চাপ হবার কথা তেমন পাচ্ছি না৷ রাস্তায় গাড়ি বেশি কিন্তু যাত্রী কম৷ ঈদ উপলক্ষে অনেক পরিবহনের বাসই মহাসড়কে নামানো হয়েছে যেগুলো নিয়মিত চলে না৷”

সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর এলাকার তিনটি বাসস্ট্যান্ডে চট্টগ্রাম ও সিলেট রুটের যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে৷ বাসের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো৷ নিয়মিত পরিবহনগুলোর বাইরেও ঈদ উপলক্ষে অতিরিক্ত কিছু পরিবহনের বাসও নেমেছে মহাসড়কে৷ যাত্রীদের হাকডাকে মুখর ছিল বাসস্ট্যান্ডগুলো৷

সাইনবোর্ড এলাকায় মারশা ট্রান্সপোর্ড লিমিটেড নামে পরিবহনের কাউন্টার মাস্টার এসএ মিজানুর রহমান বলেন, গতকাল (বৃহস্পতিবার) থেকে ঘরমুখো যাত্রীর আনাগোনা বেড়েছে৷ তবে, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়াতে যাত্রীর চাপ খুব একটা বেশি না৷

“ছুটি বেশি থাকায় যে যার সুবিধা মতো সময়ে গ্রামে রওয়ানা হইছে৷ অনেকেই পরিবারের অন্য সদস্যদের আগেই বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে দিছে৷ ট্রেনযাত্রা এবার সহজ হওয়ায় অনেকে ওইদিক দিয়া গেছে৷ তারপরও বাসে যাত্রী যা আছে তাও খারাপ না৷”

এদিকে, শিমরাইল এলাকায় নোয়াখালীর কোনো বাসে সিট না পাওয়ার কথা জানান জাফর হোসেন৷ বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন তিনি৷ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তার অপর তিন সহকর্মীর বাড়িও নোয়াখালীতে৷

“লোকজনের প্রচুর ভিড়৷ বেশিরভাগ টিকেটই ঢাকা থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে৷ এইখানে তিনটা পরিবহনে জিগাইলাম কয়, টিকেট নাই৷ অপেক্ষা করতেছি দেখি পরের কোনো লাইনের টিকেট পাই কিনা”, বলছিলেন জাফর৷

এমন সময় তাদের এক সহকর্মী হন্তদন্ত হয়ে এসে জানান, চারটি টিকেট পাওয়া গেছে কিন্তু তাও একেবারে পেছনের আসনে৷ উপায়ান্তর না পেয়ে ওই বাসেই ওঠার প্রস্তুতি শুরু করে দেন তারা৷

ঈদ উপলক্ষে যাত্রী ও পরিবহনের চাপ থাকলেও দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশের অতিগুরুত্বপূর্ণ মহাসড়ক দু’টিতে তীব্র যানজট দেখা যায়নি৷

তবে, একলেন থেকে ছয় লেনে উন্নীতের কাজ চলমান থাকা ঢাকা-সিলেট মহাসড়কে থেমে থেমে চলছিল যানবাহনগুলো৷

এ মহাসড়কের কাঁচপুর, তারাব, রূপসী এলাকায় হালকা যানজট দেখা গেলেও তা দীর্ঘমেয়াদী ছিল না৷ এ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরও তৎপরতা দেখা গেছে৷

মহাসড়কে যাত্রী ওঠানো-নামানোয় অনিয়ম দেখা গেছে৷ দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়ক দু’টির পাশে স্থা

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..