সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

যুবককে আটক করেছে পুলিশ আটককৃতরা মাদক কারবারি

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারি। সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে মিজমিজি পাগলাবাড়ি এলাকার ভাই ভাই চুনা কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মিজমিজি পাইনাদী তেরামার্কেট এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও পূর্বপাড়ার আমিনুল ইসলামের ছেলে সালামান ওরফে অয়ন (২৪)।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের খবরে আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..