বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৩০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১০ এর একটি দল সোমবার মধ্যরাতে ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার মধু কর্মকারের ছেলে।

র‍্যাবের এই অভিযানের সময় সাজু আহমেদ (৩৫) নামের আরেক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, র‍্যাব অস্ত্র ও গুলিসহ সাইফুলকে তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..