সোমবার, ১৯ মে ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

ওয়ারেন্টভুক্ত একইপরিবারের তিন পলাতক আসামিকে গ্রেপ্তা

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একইপরিবারের তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতরের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও তাদের ছেলে মো. নাহিদ আলম (২২)।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তাররা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় একইপরিবারের তিনজনকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। এরপরই তারা আত্মগোপনে চলে যান। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও আদালতের ওয়ারেন্টভুক্ত একইপরিবারের তিন পলাতক আসামি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বুধবার রাতে মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তারদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..