চাঁদাবাজির অভিযোগে যেই জড়িত হোক, ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুলশানে এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনার অভিযোগের পরপরই আসামিদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজ যতই প্রভাবশালী বা বড় হোক, ছাড় পাবে না।
এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু হবে আগস্ট থেকে। পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল হবে রুটিন কর্মসূচির অংশ হিসেবে।
আপনার মন্তব্য প্রদান করুন...