বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

তরুণীকে আটক তরুণী মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

æনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক তরুণীকে আটক€σ করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃত তরুণী মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেহ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় সোনারগাঁও থানা পুলিশ।

আটককৃত তরুণীর নাম লামিয়া আক্তার (২২)। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার দাররা গ্রামের ওসমান গনির মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট বসায়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানো হয়। বাসটি থেকে লামিয়া আক্তার নামে এক নারী দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবংশুক্রবার (৮ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..