বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১০ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৩২ জনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪২৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

  1. নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১০ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৩২ জনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ১০ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ৩২ জনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১০ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, ফতুল্লা আওয়ামী লীগ নেতা রাসেল শেখ (৪৮), সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি রাকিবুল ইসলাম (২৩), আড়াইহাজার আওয়ামী লীগ নেতা মো. জুয়েল রানা (৩৮), বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী মো. শুভ (৩০), রূপগঞ্জ আওয়ামী লীগের কর্মী মোক্তার হোসেন ভূঁইয়া (৪৩), গোপাল অধিকারী (৪৬), কাঞ্চণ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহসিন মোহাম্মদ মোহন, সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ সদস্য গাজী আশরাফুল ইসলাম ওরফে আশফুল ইসলাম ওরফে আশরাফ (৪৩), কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আসাদুজ্জামান ওরফে বিপ্লব (৪৫) ও সিদ্ধিরগঞ্জর আওয়ামী লীগ কর্মী মো. ইমাম কাজী (৩৮)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..