নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব ফতুল্লার গাবতলী খানকা মোড় এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন ফতুল্লা থানা বিএনপির নেতা মোহাম্মদ আলী (আকাশ)।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনায়েতনগর ৯নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মনির হোসেন, মোঃ আইয়ুব আলী, এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোল্লা, মোঃ শাহীন, শাহেনশাহ, মোঃ মোজাম্মেল, মোঃ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আদায় এবং ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...