বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

রমরমার  মাদক ব্যবসায়ী কাঁকন,ও তার স্ত্রী দেহ ব্যবসায়ী পুতুললক্ষ লক্ষ টাকা

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৪৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ  ফতুল্লা গুলশান রোড এলাকায়  রমরমার  মাদক ব্যবসায়ী কাঁকন,ও তার স্ত্রী দেহ ব্যবসায়ী পুতুল,

, উনি হলো মুখোশধারী মাদকসম্রাট কাকনের কারণে পঞ্চবটিচাঁদনী হাউজিং ,  গুলশান রোডেরএলাকায়  যুবসমাজ নষ্ট,এবং কাকনের  স্ত্রী পুতুল ছিল পতিতালয় ব্যবসায়ী গুলশান রোড ও চাঁদনী হাউজিং এলাকার রমরমার ব্যবসা লক্ষ লক্ষ টাকা এই ব্যবসা করে ইনকাম করত, বিগত আমলে এ ব্যবসা করে ধরাছোঁয়ার বাইরে, ফতুল্লা থানা তার নামে কয়েকটি মাদক  মামলা আছে, থানার ভিতরে তার ছবি  আছেমাদক ব্যবসায়ী কাকন। , মাদক ও দেহ ব্যবসার কারণে গ্রামবাসী অতিষ্ঠ  হয়ে পড়েছে,এলাকার মানুষের জানাজানির পর গোপনে আশ্রয় নেয় নারায়ণগঞ্জ  বন্দর  ইসমাহানী,

শেখানেও চলছে মাদক ব্যবসাও দেহ ব্যবসা কাকন ও তার স্ত্রী পুতুল।  ছেলে সন্তান দিয়ে মাদক ব্যবসার ভরপুর চালিয়ে যাচ্ছে,

এলাকাবাসীর দাবি ফতুল্লা  মডেল থানার ওসি কাছে জানাচ্ছি উনাদের দ্রুত আইনের আওতায় আনা হোক ,  কাকন  ফতুল্লার  থানার ওয়ারেন্টের আসামি

এলাকার বাসীর কথা হচ্ছে মাদক ব্যবসায়ীক কাকন, ও দেহ ব্যবসায়ী পুতুল ,, এসব লোক যদিএখনো থাকে    তাহলে যুবসমাজ  নষ্ট হয়ে জাবে,, চাঁদনী হাউজিং ও গুলশান রোডএলাকায়,

উনার বিরুদ্ধে একাদিক মাদক মামলা রয়েছে,, বুক ফুলিয়ে যেকোনো জায়গায় ব্যবসা করেও  ঘুরে  বেড়ায়

তাদের সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাহিরে

ফতুল্লা থানায়  লিস্টে তার ছবি ঝুলানো  বাহিরে,

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..