সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুর্বণা রায় (৬০)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। তার দুই ছেলে— বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী দু’জনই থাকতেন।

তারাগঞ্জ থানার এসআই মো: আবু ছাইয়ুম বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছাই। বাড়ির ডাইনিং রুমে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘর থেকে সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে দু’জনেরই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

প্রতিবেশী দীপক চন্দ্র রায় বলেন, ‘আমার পরিবার ৪০ থেকে ৫০ বছর ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়ির দেখাশোনা করেন। প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যাই। রোববার সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকি। এরপর মই বেয়ে ভেতরে ঢুকে দেখি ঘরে কেউ নেই। পরে ডাইনিং রুমের দরজা খুলে দেখি দাদুর রক্তাক্ত লাশ আর রান্না ঘরে দিদার লাশ পড়ে আছে।’

তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার আলী হোসেন বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনার জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..