সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সিদ্ধিরগঞ্জ ঝুটবোঝাই একটি ট্রাকে ভয়াবহ অগ্নিণ্ডে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ঝুটবোঝাই একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরও চালক ট্রাকটি থামাননি; বরং জ্বলন্ত অবস্থায় প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত চালিয়ে নিয়ে যান, ফলে পুরো রাস্তাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি মাইক্রোবাসও পুড়ে গেছে।

শনিবার রাতে পশ্চিম জালকুড়ির ওয়াপদা রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জালকুড়ি স্ট্যান্ড থেকে ট্রাকটি বের হওয়ার পরপরই নিচের দিকে আগুন ধরে যায়। ট্রাকটি থামানো না হয়ে চালিয়ে নেওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ট্রাক থেকে পড়ে যাওয়া জ্বলন্ত ঝুটের বস্তা রাস্তার বিভিন্ন স্থানে আগুন লাগিয়ে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ট্রাকটিতে বিপুল পরিমাণে ঝুট বোঝাই ছিল। অতিরিক্ত তাপের কারণে নিচে থাকা ঝুটের বস্তায় আগুন ধরে যায়। চালক আগুন লক্ষ্য না করে ট্রাক চালিয়ে যেতে থাকেন, এতে আগুন আরও বেড়ে যায় এবং রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি মাইক্রোবাসে ঝুটের বস্তা পড়ে, সেটিও পুড়ে যায়।

এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কারণ ও চালকের দায়িত্বহীনতার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..