সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বিধবা নারীর ভিটেবাড়ি দখল করে তাকে উচ্ছেদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

বন্দর উপজেলার এক বিধবা নারীর ভিটেবাড়ি দখল করে তাকে উচ্ছেদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তারই ভাই ও পরিবারের বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেন বন্দর একরামপুর এলাকার মৃত ফজলুর রহমান কাজীর কণ্যা বিলকিস বেগম শিউলি। এ সময় তিনি এর প্রতিকার চান।

বর্তমানে ভুক্তভোগী ও তার একমাত্র ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী শিউলি জানান, বন্দর একরামপুর এলাকার কাজী বাড়িতে পৈতৃক সূত্রে অর্ধ শতাংশ জমিতে পান শিউলী বেগম। সে জমিতে ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। স্বামীর মৃত্যুর পর ভুক্তভোগীর নিজের ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলেরা বাড়ির সামনে দেয়াল টেনে যাওয়া আসার রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে তার ভিটেবাড়ি দখল করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিউলি বন্দর থানায় জিডি করলেও পুলিশ প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পান নি। বরং তদন্ত কর্মকর্তা বিবাদীদের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার।

পাশাপাশি ভাইয়ের পরিবারের লোকজন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিধবা নারী শিউলি। এ অবস্থায় নিজের ভিটেবাড়ি ফিরে পাওয়া সহ মিথ্যা মামলার হয়রানি থেকে রেহাই পেতে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করছেন তিনি

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..