বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তারা উন্নয়ন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তারা উন্নয়ন পায়নি। তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি।

বিজ্ঞাপন

তিন বলেন, কিশোরগঞ্জ একটি হাওরবেষ্টিত এলাকা, কিন্তু দুঃখের বিষয় কৃষকদের হয়রানি করা হচ্ছে, কৃষকরা তাদের কৃষি কাজ ঠিকমতো করতে পারছেন না, তারা ন্যায্যমূল্য পাচ্ছেন না। হাওর এলাকার শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। চিকিৎসার সুব্যবস্থা পায় না। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম, প্রত্যেকটি নাগরিকই মর্যাদা পাবে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, জেলা শহরের পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু করে গৌরাঙ্গ বাজার মোড় হয়ে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বরে শেষ হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..