সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি তোলারাম কলেজের ছাত্রী আফসানা আক্তার নিহত ১ মে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারীর ডাকে সারা দিতে এসে ব্লাকমেইলিংয়ের শিকার হয়েছে কলেজ ছাত্র আল আমিন ড্রেন থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে ব্যবসায়ী আলহাজ্ব নান্টুকে লক্ষ্য করে গুলি ছোড়েছে দুর্বৃত্তরা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কারখানায় গ্যাসের বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। গৃহবধূ ধর্ষণ মামলায় র‍্যাবের অভিযানে আরও এক অভিযুক্তের পতন রনি মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রতিষ্ঠানের ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানীর বারিধারা এলাকার দিবা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাজিম উদ্দীন ও গাড়িচালক মামুন শেখ মতিঝিলের জীবন বিমা ভবনে থাকা সিটি ব্যাংক কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে সোনারগাঁয়ের দরিকান্দি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতিরোধ করে। মাস্ক পরিহিত অজ্ঞাতনামা পাঁচজন ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশির কথা জানায়।

গাড়িচালক মামুন শেখ তল্লাশি করতে দিতে রাজি না হলে ডাকাতরা পিস্তল বের করে গুলি করার হুমকি দেয়। গাড়ির গ্লাস খোলার সঙ্গে সঙ্গে ডাকাতরা নাজিম উদ্দীন ও চালক মামুনকে জোরপূর্বক নামিয়ে এনে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে ফেলে।

তারা কোনো চিৎকার করলে গুলি করে হত্যা করার হুমকি দেয়। এরপর তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতরা ভুক্তভোগীদেরসহ গাড়িটি নিয়ে প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরে পরে ঢাকা-সিলেট মহাসড়কের এক জায়গায় তাদের হাতকড়া খুলে গামছা দিয়ে বেঁধে রেখে ১ কোটি ১০ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের হাতের বাঁধন খুলে দেয়। এ সময় গাড়িচালক মামুন শেখ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান এবং ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে।

ডাকাতির বিষয়টি বর্তমানে সৌদি আরবে অবস্থানরত প্রতিষ্ঠানের মালিক আব্দুল লতিফ তফাদারকে জানানো হয়। এরপর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শনিবার রাতেই সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ ডাকাতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..